কলকাতার প্রদর্শনীতে ‘মাদল’-এর শাড়ি

বাহারি পণ্যের প্রতিষ্ঠান ‘মাদল-এর শাড়ি এখন কলকাতার প্রদর্শনীতে। আর কলকাতায় এই শাড়িগুলো সবার কাছে পৌঁছে দিচ্ছে ‘সাবেকি’। এটি একটি অনলাইন প্রতষ্ঠান। বাংলাদেশের প্রায় ৫২টি শাড়ি এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে। ‘সাবেকি’ ব্যক্তিগত উদ্যোগেই ‘মাদল’ এর শাড়িগুলো প্রদর্শনীর জন্য নিয়ে যায়। আসছে পূজা উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। কলকাতার যাদবপুরের সেন্ট্রাল পার্কের এই প্রদর্শনী আগামীকাল ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
‘মাদল’-এর উদ্যোক্তা মাসুমা খাতুন শাম্মী এনটিভি অনলাইনকে বলেন, ‘সাধারণত সবাই উল্টোটা করে। ভারতের শাড়ি এনে বাংলাদেশে প্রদর্শনী করে। আর আমরা দেশীয় শাড়ি ভারতে প্রদর্শনীর জন্য পাঠিয়েছি। যেখানে আমাদের দেশের ঐতিহ্যবাহী সব শাড়িই জয়গা পেয়েছে।’
এই প্রদর্শনীতে টাঙ্গাইল, ঠাকুড়গাঁও ও সিরাজগঞ্জের তাঁতের শাড়ি, নরসিংদীর জামদানি, মিরপুরের কাতান, ঠাকুড়গাঁওয়ের মসলিন, পাবনার গামছা শাড়িসহ অ্যান্ডি ও হাফসিল্কের শাড়ি রয়েছে।
‘মাদল’-এ শাড়ি ছাড়াও ছেলেদের পাঞ্জাবি, শার্ট, মেয়েদের সালোয়ার-কামিজ, বাচ্চাদের পোশাক, মেয়েদের বিভিন্ন অনুষঙ্গ, নানা ধরনের বই, অডিও সিডি এবং অর্গানিক খাবারও পাওয়া যায়। আপনি চাইলে রাজধানীর পান্থপথের ‘মাদল’ থেকে একবার ঢু মেরে আসতে পারেন।