বনানীতে এসট্যাসি ফ্ল্যাগশিপের যাত্রা শুরু

দেশের জনপ্রিয় পশ্চিমা পোশাকের ‘এসট্যাসি’ স্টোরটি এখন সুপরিসর ফ্ল্যাগশিপ আউটলেট নিয়ে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে যাত্রা শুরু করেছে। একই ছাদের নিচে সব ধরনের ফ্যাশন ট্রেন্ডের রিটেইলিং সেবা পাবে ট্রেন্ড হান্টাররা এখানে। বনানী আউটলেটে থাকছে তারুণ্যের সব ধরনের পোশাকের পাশাপাশি জুতা, ব্যাগ এবং পারফিউমের সর্বশেষ এক্সক্লুসিভ লাইন।
পাশাপাশি ডোর টু ডোর রেডি টু ওয়ার পৌঁছে দিতে এসট্যাসি দিচ্ছে শপ অনলাইন সুবিধা। বনানী, উত্তরা, বসুন্ধরা সিটি ও যমুনার স্টোরের পাশাপাশি ফ্ল্যাট ডিসকাউন্টে শপ অনলাইনে (ecstasybd.com) ঈদ শপিং করতে পারবেন ক্রেতারা।
ফ্যাশনের চলতি ধারা, পোশাকের গুণগত মান রক্ষা এবং মূল্যসীমা ক্রয়সীমার মধ্যে রাখাই ‘এসট্যাসি’র মূলমন্ত্র। সময়ের পরিক্রমায় বেড়েছে এর পরিধি। লাইফস্টাইল স্টোর এসট্যাসিতে যুক্ত হয়েছে নিজস্ব আরো লেবেল তানজিম ও জারজেইন। বয়স এবং রুচিভেদে ট্রেন্ডি পাশ্চাত্য এবং দেশি প্যাটার্নের পোশাক ও এক্সেসরিজ স্টোর এখন এটি।