পশুর হাট
ঢাকায় কোথায় পাবেন গরু-ছাগল

কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই জমে ওঠে পশুর হাট। এবারও হয়নি এর ব্যতিক্রম। ঢাকার উত্তর সিটি করপোরেশন, দক্ষিণ সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের নির্ধারিত ২৩টি পশুর হাট বসেছে গতকাল শনিবার ভোর থেকেই।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবার মোট সাতটি হাটের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্থ সড়কের পাশে বাংলাদেশ পুলিশ হাউজিংয়ের জমিসংলগ্ন এলাকা, উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন এলাকা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্প, মিরপুর সেকশন-৬, ইস্টার্ন হাউজিং, মিরপুর সেকশন-১১, বাওনিয়া বাঁধ, গাবতলী পশুর হাট, রায়েরবাজার কবরস্থানসংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমিতে এসব হাট বসেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় রয়েছে ১০টি হাট। এর মধ্যে সাদেক হোসেন খোকা মাঠ, ধূপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, কমলাপুরসংলগ্ন গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা, খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার, জিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, লালবাগের মরহুম হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠ, বেড়িবাঁধ ও এর আশপাশের খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন খালি জায়গায়।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমোদিত ছয়টি হাট হলো—কদমতলীর শ্যামপুর বালুর মাঠ, মুক্তি সরণি রোড-আদর্শনগর রোড-গোয়ালবাড়ী মোড়-বর্ণমালা স্কুলসংলগ্ন ফাঁকা জায়গা, আশকোনা আশিয়ান সিটি হাউজিং এস্টেটের ফাঁকা জায়গা, নতুন বাজার বালু নদের ১০০ ফুট চওড়া রাস্তার ৪ নম্বর ব্রিজ থেকে বালু নদ পর্যন্ত উভয় পাশের ফাঁকা জায়গা, সারুলিয়া স্থায়ী পশুর হাট এবং বাড্ডার মেরাদিয়ার ইন্দুলিয়া-দাউদকান্দি-বাঘাপুর।
পশুর হাটের জন্য এলাকাজুড়ে রাখা হয়েছে নিরাপদবলয়। এ ছাড়া গাবতলী পশুর হাট ও রায়েরবাজার কবরস্থানসংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমিতে দুটি হাটে ভ্রাম্যমাণ আদালত রয়েছেন। প্রতিটি হাটে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, জাল টাকা চিহ্নিত করার যন্ত্র ও ওয়াচ টাওয়ার। তা ছাড়া ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকছে।