পশুর হাট
অনলাইনে কিনুন গরু-ছাগল-উট

কদিন পরই কোরবানির ঈদ। এই ঈদের উৎসব যেন আসে আগেভাগেই। অনেকের চিন্তাভাবনা প্রস্তুতি থাকে কোরবানির পশু কেনাকে ঘিরে। তবে ব্যস্ত নগরীর মানুষের জীবনকে সহজ করে দিতে আপনার ঘরেই নিয়ে এসেছে হাট। পরিবারের সব সদস্যকে দেখিয়েই কিনতে পারবেন এবারের কোরবানির পশুটি!
নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না! এমন অবিশ্বাস্য কাজটি সাধন করেছে ভার্চুয়াল বাজার। পুরো গরুর হাটকে নিয়ে এসেছে আপনার হাতের মুঠোয়। যানজট, দালালদের খপ্পর, বাজার অস্থিরতা—কোনো কিছুই আর আপনাকে দেখতে হবে না। এসব ঝক্কি-ঝামেলা এড়িয়ে কোরবানির পশু কেনা যাচ্ছে অনলাইনে। শুধু গরু-ছাগলই নয়, আরব দেশের উটও মিলবে অনলাইনে। সব ধরনের পসরা নিয়ে জমে উঠেছে ভার্চুয়াল হাটগুলো। কেনাকাটার কাজ শেষ হলে ক্রেতার ঠিকানায় পশু পৌঁছে দেওয়ার কাজটিও করে দিচ্ছে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো।
এরই মধ্যে অনলাইনে পশু কেনাবেচাও বেশ জমে উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও পিছিয়ে নেই এই কেনাবেচা। জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম, এখনি ডটকম ছাড়াও অনেক প্রতিষ্ঠান এই বাজার নিয়ে বসেছে। কোরবানির পশু বিক্রির জন্য খোলা হয়েছে ওয়েবসাইট। যাঁরা হাটের ভিড় পছন্দ করেন না, তাঁদের জন্য অনলাইনে কেনাকাটা দিচ্ছে দারুণ এই সুযোগ।
আমার দেশ ই-শপ (amardesheshop.com)
প্রতিষ্ঠানটি অন্য পণ্যের পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু বেচাকেনা করছে। এখন পর্যন্ত তারা গরু বিক্রিতে সীমাবদ্ধ আছে। তাদের ওয়েবসাইটে বিভিন্ন আকারের গরুর ছবিসহ দাম উল্লেখ করা রয়েছে। যে কেউ চাইলে এখান থেকে গরু কিনতে পারেন। তারা মূলত দেশের বিভিন্ন এলাকার কৃষকদের গরু বিক্রিতে উৎসাহিত করছে। মূলত এসব কৃষকই তাঁদের কাঙ্ক্ষিত দাম হাঁকেন, আর সেই দাম ওয়েবসাইটে উল্লেখ করা হয়। তবে কেউ যদি দরকষাকষি করতে চান, তাহলে যোগাযোগ করিয়ে দেয় প্রতিষ্ঠানটি। এক-তৃতীয়াংশ দাম নগদ কিংবা ক্রেডিট কার্ডে পরিশোধ করলে গরু বাসায় পৌঁছে দেওয়া হয়। তখন বাকি অর্থ পরিশোধ করতে হয়। আর বাসায় পৌঁছে দেওয়ার জন্য তিন হাজার টাকা সেবামাশুল নেওয়া হয়। এই মাশুল শুধু রাজধানীর মধ্যে প্রযোজ্য।
এখানেই ডটকম (ekhanei.com )
এখানেই ডটকম নামের আরেকটি জনপ্রিয় অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানও তাদের ওয়েবসাইটে কোরবানির পশু বা গরু বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। তবে এই বিজ্ঞাপন বিক্রেতা নিজেই দিয়ে থাকেন। তবে তাদের ওয়েবসাইটে কোরবানির উপযোগী গরুর পাশাপাশি স্থান মিলেছে ছাগলের বেশ কিছু বিজ্ঞাপন। প্রতিষ্ঠানটি কোরবানির পশুর ছবি ও তথ্য আপ করার পর তা যাচাই করে দেখে। এ ছাড়া এখানে মিলবে বিক্রেতার পরিচয় বা ফোন নম্বর। তাই কোনো পশু পছন্দ হলে তাকে ফোন করে বাকি বিষয় ঠিক করতে পারবেন। প্রতিষ্ঠানটি পশু পৌঁছে দেওয়া বা গ্যারান্টি নিয়ে কোনো কাজ অবশ্য করছে না।
এখনই ডটকম (akhoni.com)
অন্যদিকে দেশের অন্যতম অনলাইনে বেচাকেনার পোর্টাল এখনই ডটকমও ক্রেতাদের দিচ্ছে এই বিশেষ সুবিধা। এখন খুব সহজেই তাদের ওয়েবসাইটে গিয়ে পছন্দমতো পশু কিনতে পারবেন যে কেউ। এখানে পশুর ছবিসহ দাম, উচ্চতা ও ওজন দেওয়া আছে। এ ছাড়া পাবেন ইউটিউব লিংকে গরুর ভিডিও। প্রথমবার চালু হওয়ায় তারা দিচ্ছে বিশেষ মূল্যছাড়। আর আপনি টাকা পরিশোধ করতে পারবেন কার্ডে বা বিকাশের মাধ্যমে।
বেঙ্গল মিট (bengalmeat.com )
এবারই প্রথম গরুর অর্ডার করে দিলে বাড়িতে গরু না এনেই দেওয়া যাবে কোরবানি। এ ক্ষেত্রে হালাল ও নিরাপদ কোরবানির প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে একদিকে যেমন হাটে গিয়ে গরু কিনতে হবে না, তেমনই কসাইয়ের কাছেও যেতে হবে না ক্রেতার। শুধু অনলাইনে বুকিং দিয়ে অগ্রিম অর্থ পরিশোধ করলেই তার নামে পশু কোরবানি করে নির্দিষ্ট সময়ে কোরবানির মাংস পৌঁছে যাবে বাড়িতে। দেশে প্রথমবারের মতো এ রকম ব্যবস্থা করেছে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান বেঙ্গল মিট। তাদের ওয়েবসাইটে রয়েছে প্রতিটি গরুর বয়স, ওজন ও দাম। ক্রেতারা পছন্দমতো দেখে গরু কিনতে পারবেন এখান থেকেই। এ ছাড়া গরুগুলো সুস্থ কি না, তা বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে পরীক্ষা করা হয়েছে বলেও দাবি করেছে বেঙ্গল মিট। যেহেতু এটা কোরবানির বিষয়, তাই ধর্মীয় সব অনুষঙ্গ নিশ্চিত করা হবে। তবে প্রতিটি গরুর জন্য সার্ভিস চার্জ ১৭ হাজার টাকা। জবাই, কসাইয়ের খরচ, প্যাকেটজাত করা—এসবই সার্ভিস চার্জের অন্তর্ভুক্ত।
এ ছাড়া হাম্বা ডটকমের মতো অনেক ই-কমার্স প্রতিষ্ঠান পশুর হাট নিয়ে নানা ধরনের সেবার কাজ শুরু করেছে। তাই আপনার কোরবানির পশুটি খুব সহজে কিনে নিতে পারবেন ভার্চুয়াল বাজার থেকেই।