চোখের নিচে কালো দাগ? শসা ব্যবহার করে দেখুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/06/13/photo-1560423365.jpg)
চোখের কালো ভাব দূর করতে শসা উপকারী। ছবি : সংগৃহীত
সাধারণত দীর্ঘদিন ধরে রাতে ভালোভাবে ঘুম না হলে চোখের নিচে কালো দাগ পড়ে। কখনো কখনো এটি এত বেশি হয় যে মেকআপ করেও ঢাকা যায় না।
তবে এ সমস্যা সমাধানের একটি সহজ উপায় হলো শসার ব্যবহার। নিয়মিত কিছুদিন শসা ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর করতে সহজ হয়।
শসার মধ্যে রয়েছে প্রশমিত করার উপাদান। এটি চোখের ফোলা ভাব কমাতেও কাজ করে। চোখের নিচে কালো দাগ কমাতে শসার ব্যবহার জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
যেভাবে ব্যবহার করবেন
শসা কেটে নিন। ফ্রিজে রাখা ঠাণ্ডা শসা হলে বেশি ভালো হয়। এবার শসার স্লাইস চোখের মধ্যে রাখুন। ২০ মিনিট পর স্লাইসগুলো সরিয়ে ফেলুন। দিনে দুবার করে এ পদ্ধতি অনুসরণ করতে পারেন। এভাবে দুই সপ্তাহ ব্যবহার করুন।