ফারনাজ মেকওভার
অ্যাশ রঙের পোশাকের সঙ্গে কীভাবে সাজবেন?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/06/20/photo-1561035215.jpg)
অ্যাশ রং গভীর প্রণয়ের প্রতীক। যেকোনো অনুষ্ঠানে এ রঙের পোশাক কিন্তু বেশ চমৎকারভাবে মানিয়ে যায়। তবে অ্যাশ রঙের পোশাক পরলে সাজটি কী হবে, এ নিয়ে দ্বিধায় পড়ে যান অনেকে।
আসলে এ রঙের পোশাকের সঙ্গে লাল, গোলাপি বা নেভিব্লু রং কিন্তু বেশ ভালোভাবে মানায়। আজ আপনাদের জন্য জানাব অ্যাশ রঙের পোশাকের সঙ্গে একটি মানানসই সাজের বিষয়ে।
আপনাদের সুবিধার্থে এ সাজের প্রতিটি ধাপ নিজ হাতে করে দেখিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও অ্যাসথেটিশিয়ান ফারনাজ আলম।
ফারনাজ আলম কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ত্বক বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন। কানাডায় থাকার সময় ম্যাক কসমেটিকসের সঙ্গে বেশ কিছুদিন কাজও করেছেন তিনি। সেখানে ডার্মাটোলজিতেও কোর্স করা রয়েছে তাঁর। এরপর লন্ডনের নর্দামব্রিয়া ও মালয়েশিয়ার টেইলোরস থেকে আর্কিটেকচারের ওপর দুটি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি অ্যাসথেটিকসের ওপর পড়াশোনা করেছেন। বর্তমানে ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালকের আসনে রয়েছেন। বিশ্বের ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ল’রেল কন্টেস্টে ফাইনালিস্ট হয়েছেন ফারনাজ আলম। বর্তমানে ল’রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন তিনি।