এনগেজমেন্টের জন্য কন্টোরিং কীভাবে করবেন?
সাজের ক্ষেত্রে কন্টোরিং বর্তমানে বেশ প্রচলিত। মুখকে শার্প বা তীক্ষ্ম দেখাতে এটি চমৎকার একটি উপায়।
আপনাদের জন্য তাই রইল এনগেজমেন্টের সাজের কন্টোরিং ও ব্লাশন ব্যবহারের পদ্ধতি। কন্টোরিং করার পদ্ধতি জানিয়েছেন সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভিন।
দেশীয় বিউটি ইন্ডাস্ট্রির একটি পরিচিত নাম আফরোজা পারভিন। প্রায় ১০ বছর তিনি কাজ করছেন এ মাধ্যমে। তিনি এসএমএ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে সার্টিফাইড। তিনি রেড বিউটি স্টুডিও ও স্যালুনের স্বত্বাধিকারী। সৌন্দর্য পরামর্শক হিসেবে কাজ করছেন ডিবিসি নিউজ ও কালারস এফএমে। তিনি ‘উজ্জ্বলা’র সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
বিউটি অ্যান্ড গ্রুমিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পরামর্শ দিয়ে আসছেন আফরোজা। বাংলাদেশ সরকারের বিউটি অ্যান্ড গ্রুমিংয়ের যেসব প্রশিক্ষণ হয়, সেগুলোর সঙ্গেও জড়িত তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশ উইমেন চেম্বারের একজন পরিচালক এবং নতুন প্রজন্ম ফাউন্ডেশনেরও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ধাপ ১
গালের মাঝ বরাবর, চোয়াল ও নাকে মোটা ব্রাশ দিয়ে কনটোরিং করুন। এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন গাঢ় বাদামি রং।
ধাপ ২
এবার চোখে মাশকারা লাগিয়ে নিন।
ধাপ ৩
এবার হালকা পিংক রঙের ব্লাশন লাগান গালে।
ধাপ ৪
ব্লাশন বেশি হয়ে গেছে মনে হলে আবার একটু মিনারেল পাউডার বুলিয়ে নিতে পারেন।
ধাপ ৫
এবার চোখের নিচে অর্ধেক অংশ পর্যন্ত অফ হোয়াইট রঙের আইশ্যাডো লাগান।
ধাপ ৬
এরপর গোল্ড কপার রঙের হাইলাইটার লাগান গালে।
ধাপ ৭
এবার চোখে লাগান কাজল। তবে এটি ব্যবহার করবেন কেবল চোখের নিচের অর্ধেক অংশ পর্যন্ত।
ধাপ ৮
একটি ব্রাশ দিয়ে ভালোভাবে এর ফিনিশিং দিন।
ধাপ ৯
সবশেষে ঠোঁটে লাগান গোলাপি রঙের লিপস্টিক। শেষ হলো এনগেজমেন্টের সম্পূর্ণ মুখের সাজ।
বি. দ্র. এনগেজমেন্টের বেজ ও চোখের মেকআপ জানার জন্য আগের লেখাগুলো পড়তে পারেন এবং ভিডিওগুলোও দেখে নিতে পারেন।