বাণিজ্যমেলা
আগ্রহ হোম টেক্সটাইল পণ্যে

শেষ সময়ের ঘণ্টা বাজতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। এবারের মেলার সময় না বাড়ায় একটু বেশিই ভিড় দেখা যাচ্ছে ছুটির দিনগুলোতে। প্রতিটি স্টলেই ক্রেতাদের সমাগম চোখে পড়ার মতো। তবে শেষ সময়ের কেনাকাটায় সবার আগ্রহ যেন হোম টেক্সটাইল পণ্যের দিকে। এর অন্যতম কারণ বিশেষ ছাড়। আজিমপুর আবাসিক এলাকা থেকে এসেছেন নাসিমা নাহার। তিনি বলেন, ‘গতদিনের তুলনায় আজ অনেক স্টলেই বেশি ছাড় পাচ্ছি। বিশেষ করে টেক্সটাইল পণ্যে। শুরুতে তেমন ছাড় ছিল না এসব পণ্যে। তবে বর্তমানে এই ছাড় চোখে পড়ার মতোই।’
ঢাকা অন্তর্জাতিক বাণিজ্যমেলায় যেসব পণ্য রয়েছে তার মধ্যে অন্যতম ক্লাসিক্যাল হোম টেক্স, পাকিজা হোম কালেকশন, বেঙ্গল ও কুষ্টিয়া হস্তশিল্প অন্যতম।
মেলায় অংশ নেওয়া হোম টেক্সটাইল সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো নতুন নকশার বিছানার চাদর, লেপ ও কম্বলের বিকল্প হিসেবে কমফোর্টার, জানালা-দরজার পর্দা, কুশন কভার, বালিশ ইত্যাদি নিয়ে এসেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে তারা। ফলে এসব পণ্যের প্যাভিলিয়ন ও স্টলে সারাক্ষণ ভিড় লেগে থাকছে। এবারের মেলায় সাড়ে তিনশ নকশার বিছানার চাদর নিয়ে এসেছে ক্লাসিক্যাল হোম টেক্স। তাদের চাদরের মূল্য ৬৫০ থেকে সাড়ে চার হাজার টাকা। বিভিন্ন নকশার জানালা-দরজার পর্দা ৪০০ থেকে এক হাজার টাকা। তাদের প্রতিটি কমফোর্টারের দাম এক হাজার ৯০০ থেকে আট হাজার টাকা। এ ছাড়া বাচ্চাদের পুতুল, টাওয়েল ও গৃহসজ্জার পণ্যসামগ্রী নিয়ে এসেছে হোম টেক্স। মেলা উপলক্ষে সব পণ্যে ক্রেতাদের ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের বিছানার চাদার বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত। এছাড়া বিভিন্ন ধরনের বিছানার চাদর নিয়ে এসেছে পাকিজা হোম কালেকশন। প্রতিষ্ঠানটির চাদরের দাম ৬৫০ থেকে এক হাজার ২০০ টাকার মধ্যে। ১০টি নকশার কমফোর্টারের দাম এক হাজার ৮০০ টাকা। পর্দা মিলবে ৫৫০ টাকায়। এ ছাড়া কুশন ও বালিশের কভার পাওয়া যাবে ২৫০ টাকায়। প্রতিটি পণ্যেই ১০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাকিজার প্যাভিলিয়নেও বেশ ভালো চাহিদা রয়েছে বিছানার চাদর, বালিশের কাভার, পর্দা ইত্যাদি পণের। অনেক স্টলে বিশেষ উপহারও দিচ্ছেন বিক্রেতারা। যেমন একটি বিছানার চাদর কিনলে সাথে মিলছে দুটি চমৎকার বালিশের কাভার। এ ছাড়া রয়েছে পাঁচশ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড়।
বেঙ্গলও তাদের একটি স্টল সাজিয়েছে হোম অ্যাপারেন্সে। এখানে বিছানার চাদর পাবেন ৪৫০ থেকে এক হাজার ২০০ টাকায়। এ ছাড়া তারাও মেলায় ২৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। কমফোর্টারের দাম দুই হাজার ৭৫০ টাকা। যেখানে মিলছে ৩৫ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া কুশন, টাওয়েল, কোল বালিশ, বালিশও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। কুষ্টিয়া হস্তশিল্পে বিছানার চাদরের দাম ৬০০ থেকে দুই হাজার ২৫০ টাকা। এ ছাড়া নানা রকম ঘরসাজানোর মাছ, সূর্যমুখী ফুল, টমেটো, স্ট্রবেরি, কাঁচামরিচ, গোলাপ ফুল আকৃতির কুশন সবার দৃষ্টি কাড়ছে। দাম ৩০০ থেকে ৩৫০ টাকা। এ ছাড়া এখানে মিলবে লুঙ্গি ও গামছা।