যুগলবন্দি পোশাক নিয়ে অঞ্জন’স

ঈদ মানেই উৎসবের রঙে নিজেকে রাঙানো। আধুনিক তারুণ্যের মধ্যে যারা বর্ণিল রঙে যুগপৎ রাঙাতে চায় অঞ্জন’স তাদের জন্য এনেছে যুগলবন্দি ডিজাইনার কালেকশনস। পরিবারের সবার উপযোগী করে পোশাকের উপস্থাপনায় আনা হয়েছে মেলবন্ধন।
সালোয়ার কামিজ, পাঞ্জাবি কিংবা শাড়ি সব কিছুতেই থাকছে ফেব্রিক, ডিজাইন বা মোটিফের যুগপৎ উপস্থাপনা। সালোয়ার কামিজ আর কুর্তার প্যাটার্নে এবার থাকছে লং এবং গাউন স্টাইল, কিছু কাটিংয়ে থাকছে ঘের এবং বডি ফিটিংস।
ছেলেদের ঈদের পোশাক হিসেবে থাকছে শার্ট, পাঞ্জাবি ও কুর্তা। এ ছাড়া গয়নাসহ লাইফস্টাইলের রকমারি সব পণ্য পাওয়া যাবে পাবেন অঞ্জন'সে। উল্লেখ্য, দেশী দশ অঞ্জন’সসহ ঢাকা, সিলেট, খুলনা, চট্টগ্রাম ও নরসিংদির আউটলেটে পাওয়া যাবে ঈদ কালেকশনগুলো।