মোংলায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/09/mongla-thana.jpg)
মোংলায় এক শিপিং ব্যবসায়ীর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে গ্রিলকাটা পার্টি জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢুকে নিয়ে গেছে স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মোংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের জয়বাংলা-ইসলামপাড়া এলাকার বাসিন্দা শিপিং ব্যবসায়ী আলহাজ মীর মো. আবু হানিফের বাড়িতে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। মালিক বাড়িতে না থাকার সুযোগে গ্রিল কাটা পার্টি গতকাল দিবাগত রাতে গ্রিল কেটে ভিতরে ঢুকে আলমারি ও ওয়াডরোবের তালা ভেঙে তিন ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, নগদ এক লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। আজ সকালে ওই বাড়ির ভাড়াটিয়া জানালার গ্রিল কাটা দেখে মালিককে খবর দেন। পরে মালিক পুলিশকে জানালে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শিপিং ব্যবসায়ী হানিফের ছোট ভাই মীর মো. ইসমাইল থানায় লিখিত অভিযোগ করেছেন।
মীর মো. ইসমাইল বলেন, আমার বড় ভাই ব্যবসায়িক কাজে বেশির ভাগ সময় খুলনা, ঢাকা ও চট্টগ্রামে থাকেন। পরিবারও তার সঙ্গে থাকে। মাঝেমধ্যে মোংলায় এসে থাকেন। মোংলার এই বাড়িতে কেউ না থাকায় গতকাল গভীর রাতে তার জানালার গ্রিল কেটে চোরেরা চুরি করে নিয়ে গেছে ঘরে থাকা টাকা, স্বর্ণের গহনাসহ বিভিন্ন জিনিসপত্র।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই লিটনকে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।