জনপ্রিয় শব্দগেম ‘ওর্ডল’ কিনে নিল নিউইয়র্ক টাইমস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/01/word-game.jpg)
তুমুল জনপ্রিয় শব্দগেম ‘ওর্ডল’ কিনে নিয়েছে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। শব্দ মেলানোর অ্যাপভিত্তিক গেমটি দিনে একবার বিনামূল্যে খেলা যাবে। গেমটি অবারিত খেলতে হলে মাসে খরচ করতে হবে পাঁচ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে সিয়াটল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপভিত্তিক গেম ওর্ডল এরই মধ্যে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। গত বছরের অক্টোবরে চালু হওয়ার পর কয়েক মাসে সাবস্ক্রিপশন ছাড়িয়েছে ১০ লাখ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে আলোচনার ঝড়।
গতকাল সোমবার ওর্ডল কোম্পানিটি কিনে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। যদিও কত দামে কেনাবেচা হলো, তা জানা যায়নি। তবে এতটুকু বলেছে, কোটি ডলারের নিচেই ওর্ডলের সঙ্গে ক্রয়চুক্তি হয়েছে।
২০২৫ সালের মধ্যে শুধু ওর্ডলেই এক কোটি সাবস্ক্রাইবার করতে চায় সংবাদমাধ্যমটি। যদিও নিউইয়র্ক টাইমসের ঝুলিতে আরও কয়েকটি শব্দগেম রয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/02/01/word-game-i.jpg 687w)
সফটওয়্যার প্রকৌশলী জোশ ওয়ার্ডেল তাঁর জীবনসঙ্গী পলক শাহের জন্য ২০২১ সালের জানুয়ারিতে ওর্ডল অ্যাপটি তৈরি করেন। একই বছরের ১ অক্টোবরে তা সাধারণ মানুষের জন্য বাজারে আনেন।