ইবি শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিক-ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৫
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/25/kustia.jpg)
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিক ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল ছোড়াছুড়ির সঙ্গে চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফটক সংলগ্ন শেখপাড়া বাজারে এ সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ জন। এদিকে, ‘হামলার প্রতিবাদে’ প্রায় দেড় ঘণ্টা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন শেখপাড়া বাজারের ব্যবসায়ী ও বাস শ্রমিকেরা। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘটা সংঘর্ষের বিষয়ে পুলিশ ও কয়েকজন শিক্ষার্থী জানান, সন্ধ্যার দিকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহণের একটি বাসের ভেতর সুপারভাইজারের সঙ্গে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নির্ধারিত গন্তব্যের আগেই ওই শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। বিষয়টি ওই বাসের যাত্রী শিক্ষার্থীরা মুঠোফোনে ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীদের জানান। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বাস আসার অপেক্ষায় থাকেন।
শিক্ষার্থীদের অবস্থানের খবর জানতে পেরে বাসচালক শেখপাড়া বাজারের আগেই সব যাত্রী নামিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা শেখপাড়া বাজারে গিয়ে বাস খুঁজতে থাকেন। একপর্যায়ে বাসচালকের সহকারীকে একটি দোকানের মধ্যে খুঁজে পেলে তাঁকে মারধর করা হয়।
এ সময় এক দোকানদার পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে তাঁকেও মারধর করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় আশপাশের দোকানদারেরা শিক্ষার্থীদের ওপর চড়াও হন।
পরে বাসশ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে কয়েকজন সহপাঠী আহত হন বলে শিক্ষার্থীদের দাবি। এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। পরে আশপাশের এলাকার মাইক থেকে গ্রামবাসীদের জড়ো হয়ে ক্যাম্পাসে যাওয়ার কথা বলেন ব্যবসায়ীরা।
খবর জানতে পেরে ইবি থানা ও শৈলকুপা থানা পুলিশ উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতে নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত ১০টা থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক অবরোধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যানবাহন চলছে।’ উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করা হচ্ছে বলেও জানান ওসি।