সিরাজগঞ্জে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/07/sirajgonj-hiway-photo-1.jpg)
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপনে গণপরিবহণের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যানসহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। আজ বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বুধবার রাত থেকেই যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। আজ বৃহস্পতিবার ভোর থেকে যানবাহনের চাপ আরও কিছুটা বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়বে। তবে, মহাসড়কের কোথাও যানজট বা ধীরগতি সৃষ্টি হয়নি। মহাসড়কজুড়ে দায়িত্ব পালন করছে অতিরিক্ত পুলিশ।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/07/sirajgonj-hiway-photo-3.jpg)
এদিকে, পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপনের উদ্দেশ্যে যে যেভাবে পারছে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। গণপরিবহণের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ।