গাড়িতে বাসের ধাক্কায় আহত জি এম কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/14/gm-kader.jpg)
রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তাঁকে বহনকারী সরকারি গাড়িতে একটি বাস ধাক্কা দিলে আহত হন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন জাতীয় পার্টির এ নেতা।
জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী কার্যালয় থেকে উত্তরার বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার লা-মেরিডিয়ান হোটেল-সংলগ্ন সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জি এম কাদের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবার ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করে বিশ্রামে রয়েছেন জি এম কাদের। তিনি শরীরে কিছুটা ব্যথা অনুভব করছেন। শরীরে ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই তাঁর। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এরই মধ্যে চালকসহ বাসটিকে পুলিশ আটক করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জাতীয় পার্টির নেতা-কর্মীরা তদন্ত সাপেক্ষে বাসচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।