রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত, কানে ছিল ইয়ারফোন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/02/dhaka-rel-line.jpg)
রাজধানীতে ট্রেনের ধাক্কায় রাফিন আহমেদ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাজধানীর উত্তরার দক্ষিণখান কসাইবাড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন৷
কামরুল হাসান বলেন, কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রাফিন। স্থানীয়দের কাছ থেকে আমরা জেনেছি, রেললাইন দিয়ে হাঁটার সময় রাফিনের কানে ইয়ারফোন ছিল। এ কারণে তিনি ট্রেন আসার শব্দ শুনতে পাননি।
এ বিষয়ে দক্ষিণ খান থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই বলে স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, নিহত রাফিন আহমেদ উত্তরার মাইলস্টোন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।