অবৈধ সম্পদ অর্জন : পাপিয়া দম্পতির সাক্ষ্যগ্রহণ ১২ জানুয়ারি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/23/papia-up.jpg)
মানি লন্ডারিং আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া দম্পতিসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ জানুয়ারি। আজ রোববার আদালতে সাক্ষী হাজির না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম সাক্ষ্যগ্রহণের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেন। গত বছরের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় মোট ১৯ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
নথি থেকে জানা গেছে, গত ৩১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। এ মামলায় গত বছরের ২৭ ডিসেম্বর পাঁচজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি পুলিশের পরিদর্শক ইব্রাহিম হোসেন।
এ মামলায় অপর চার আসামি হলেন—পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর ও জুবায়ের আলম।
এজাহার থেকে জানা গেছে, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। পরের দিন ২৩ ফেব্রুয়ারি পাপিয়ার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।