বাড়ির পাশে গর্তে পোশাককর্মীর লাশ, স্বামী আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/12/photo-1455266022.jpg)
গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে একটি গর্ত থেকে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার জৈনা আবদার গ্রাম থেকে কল্পনা নামের ওই পোশাককর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই পোশাককর্মীর নাম কল্পনা আক্তার। তিনি ময়মনসিংহের ত্রিশালের আবু ছিদ্দিকের স্ত্রী।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে নিহত কল্পনার বাসার পাশের একটি গর্ত থেকে আজ সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল বিশ্লেষণে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।
এসআই আশরাফুজ্জামান জানান, এ ঘটনার কল্পনার স্বামী আবু ছিদ্দিককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, কল্পনা-ছিদ্দিক দম্পতি আবদার গ্রামের সাহাব উদ্দীনের বাড়িতে ভাড়া থেকে পোশাক করাখানায় চাকরি করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ছিদ্দিককে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।