কাউন্সিল নিয়ে সরকার বাধা দিচ্ছে : খালেদা জিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/18/photo-1455815500.jpg)
বিএনপির কাউন্সিল নিয়ে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে জাতীয়তাবাদী তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, সরকারের পক্ষ থেকে বাধা না দেওয়ার কথা বলা হলেও ভেন্যুর অনুমতি দেওয়া হয়নি এখনো।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘কমিটি মানে ঘরে বসে বা আপনাদের অফিস আছে এলাকাভিত্তিক সেখানে বসে কমিটি বানিয়ে দিলেন, তা না। আপনারা সেখানে যান, সেখানে গিয়ে কাউন্সিল করে, ভোটাভুটি করে জেন্যুইন কমিটি করেন। তাহলেই উপকৃত হবেন।’
সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের কাউন্সিল। পত্রিকায় দেখি যে, বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না। বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে কি হবে না সেটা মুখে বলছেন, কিন্তু বিএনপির কাউন্সিলের জায়গাও দেওয়া হবে না। বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না, জায়গাও দেওয়া হবে না। তাহলে কাউন্সিল হবে কী করে? আমার বাড়িতে তো হবে না, আমার ছোট্ট অফিস, সেখানেও হবে না।’
নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, শুধু আন্দোলন করলেই হবে না। সরকারের অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, সরকার পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে বেপরোয়া হয়ে উঠেছে মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীটি। বিচারালয় ও বিচারকরাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলেও মন্তব্য বিএনপিপ্রধানের।
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে।