ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/22/kishoreganj-murder-picture.jpg)
কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত নজরুল ইসলামের মরদেহ। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। আজ শনিবার (২২ এপ্রিল) সকালে হোসেনপুর উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখনও এ ঘটনায় থানায় কোনো মামলা বা কেউ আটক হয়নি।