গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে চালকসহ নিহত ৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/gaajiipur.jpg)
গাজীপুরের কালীগঞ্জে আজ বুধবার পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়। ছবি : এনটিভি
গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাইকৃত পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আলাউদ্দিন বলেন, ভোরে একটি পিকআপভ্যান সিলেট থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় পৌঁছার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। সেখানে পানি থাকায় গাড়ির গ্লাস বা দরজা খুলতে না পেরে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।