ভৈরবে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/05/bhoirab-train-news-pic.jpg)
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় রাহিমা বেগম (৯২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর রেল গেইট এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শম্ভুরপুর রেল গেইট এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার পথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর গোধূলি ট্রেনের ধাক্কায় রাহিমা বেগম মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে থানায় আনা হয়েছে। তবে পরিবারের লোকজন চাইলে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।