নাশকতার আশঙ্কায় জামালপুরে পূর্তি উৎসবের অনুষ্ঠান স্থগিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/23/photo-1456237068.jpg)
নাশকতার আশঙ্কায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব কমিটির কো-চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী জানান, কলেজের ৭০ বৎসর পূর্তি উপলক্ষে ২১, ২২ ও ২৩ ফেব্রয়ারি তিন দিনের কর্মসূচি নেওয়া হয়েছিল। ঘোষিত কর্মসূচির প্রথম দুই দিন সাফল্যের সঙ্গে পালিত হয়। দ্বিতীয় দিন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মূল অনুষ্ঠানে যোগ দেন। মঙ্গলবার তৃতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, স্মৃতিচারণা ও মাইলসের পরিবেশনায় কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু জেলা পুলিশ নাশকতার আশঙ্কা করে কলেজ কর্তৃপক্ষকে অনুষ্ঠান স্থগিতের অনুরোধ জানালে বাধ্য হয়ে তৃতীয় দিনের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী অনুষ্ঠান স্থগিত রাখায় দুঃখ প্রকাশ করে বলেন, সব আয়োজন সম্পন্ন করার পরও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।