মেহেরপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/31/meherpur.jpg)
মেহেরপুরের গাংনীতে লাল্টু নামে এক মাটি ও বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩১ মে) ভোরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাল্টু উপজেলার পোড়াপাড়া গ্রামের হঠাৎপাড়ার খেদের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, লাল্টু দীর্ঘদিন মাটি ও বালুর ব্যবসা করে আসছিলেন। গত কয়েকদিন ধরে বাঁশবাড়িয়া গ্রামের সেনাসদস্য স্বপনের বাড়িতে মাটি ভরাটের কাজ করছিলেন তিনি। রাতে বাসায় না ফিরে মাটি ভরাটের কাজ করছিলেন। সকালে তাকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. আবির বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই লাল্টুর মৃত্যু হয়েছে। তবে তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাল্টুর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’