পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/05/shimranto.jpg)
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইউসুফ আলী (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের কালীরহাট সীমান্তের ৮৫৭ সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী ওই ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।
স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের জগতবেড় ইউনিয়নের কালীরহাট এলাকার সীমান্তে ভারতীয় ১৬৯ মেখলিগঞ্জের রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যদের ছোড়া গুলিতে ইউসুফ আলী গুলিবিদ্ধ হন এবং সেখানেই মারা যান।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘নিহত ইউসুফের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি শোনার পরে বিওপি ক্যাম্পে যোগযোগ করা হয়েছে। কেন গুলি করা হয়েছে, তা জানতে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক করা হবে।’