চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/10/sahbag-protest.jpg)
সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করছেন একদল চাকরি প্রত্যাশী। আজ শনিবার (১০ জুন) বিকেল ৩টার দিকে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ ব্যানারে এই অবরোধ করা হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী।
চাকরিপ্রত্যাশীদের সংগঠনের আহ্বায়ক শরিফুল ইসলাম শুভ বলেন, ‘আমাদের প্রশাসনে অনেক ব্যক্তি রয়েছেন যারা এ বিষয়ে কাজ করেন, বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমরা তাদের সঙ্গে কথা বলে, স্মারকলিপি দিয়েও কোনো সন্তোষজনক বার্তা পাইনি। দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে এলেও কর্তৃপক্ষ আমাদের কথা কানে নিচ্ছেন না। এজন্য আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। সুস্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।’
এর আগে সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় তারা কয়েকটি দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো—চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে হবে, অবসরে বয়সসীমা বৃদ্ধি করতে হবে, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।
এদিকে, চাকরিপ্রত্যাশীদের অবরোধে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী অফিস শেষে বাসায় ফিরতে বেগ পাচ্ছেন।