সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/20/srrk_durghttnaa_srkaar_0.jpg)
সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের মধ্যে যাদের অঙ্গহানি হয়েছে, তাদেরকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। হতাহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে সরকার এ সহায়তা দেবে।
আজ রোববার (২০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘গত জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ সংক্রান্ত বিধি জারি করা হয়েছে। এ পর্যন্ত যারা আবেদন করেছেন, সেটার ভিত্তিতে এই সহায়তা দেওয়া হবে। এটি চলমান থাকবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্তদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া দবে বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘প্রজ্ঞাপন জারির পর চলতি বছরের জানুয়ারি থেকে গত ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব।’