সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/06/phkhrul.jpg)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বিএনপি মিডিয়া সেল
ক্ষমতাসীন সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এডিস মাশা নিধনের ওষুধ কিনতে রাজধানীর দুই সিটি করপোরেশন ব্যাপক দুর্নীতি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান কর্মসূচি শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। যার বড় প্রমাণ এবারের ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুরোধে তারা ব্যর্থ। এডিস মশা নিধনের জন্য সিটি করপোরেশনের ওষুধ কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘ঢাকার দুই মেয়র জনগণের ভোটে নির্বাচিত না। এজন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা দুর্নীতি নিয়ে ব্যস্ত।’