পুলিশ কনস্টেবলের মায়ের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/06/khulna-pic.jpg)
খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত কনস্টেবল শুভেন্দু দাসের মায়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে খুলনা সদর থানা পুলিশ। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টুটপাড়ার নিজ বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
কনস্টেবল শুভেন্দু দাসের মায়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকায় পুলিশ ধারণা করছে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ সদস্য শুভেন্দু দাসের মা অনিমা দাস নগরীর পশ্চিম টুটপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকাল থেকে তাঁর সন্তানরা মোবাইল ফোনে তাঁকে পাচ্ছিল না। একপর্যায়ে দুপুর নাগাদ প্রতিবেশীরা তাঁর রুমের দরজার কাছে গিয়ে বিছানায় পড়ে থাকা অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এ হত্যার গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।