আ. লীগ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কাজ করছে : নাছিম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/17/naachim-chbi.jpg)
আজ রোববার সমকাল সভাকক্ষে গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : এনটিভি
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সমকাল ও সমতার বাংলাদেশ এর যৌথ আয়োজনে আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সমকাল সভাকক্ষে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের অন্তর্ভুক্তি নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে এবং আগামী নির্বাচনের ইশতেহারেও আওয়ামী লীগ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইন বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করবে।’
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন দেশীয় ও আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান সমূহ গোলটেবিল বৈঠকে তাদের মতামত তুলে ধরেন।