বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/19/madaripur_arrest_news_pic.jpg)
মাদারীপুর সদর উপজেলার শ্রীনাথদী এলাকায় বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার শ্রীনাথদী এলাকার চৌহদ্দি গ্রামের নিল কমল মণ্ডলের ছেলে নীলকণ্ঠ মণ্ডল (২৩) ও একই উপজেলার কলাগাছিয়া গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে অলোক বিশ্বাসকে (২২) গ্রেপ্তার করা হয়। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করে তা জব্দ করে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এই ঘটনায় সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।