সকালে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল লতিফের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/29/rail_line_pixabay.jpg)
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় আব্দুল লতিফ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, নিহত ব্যক্তি একজন ডায়াবেটিসের রোগী। প্রতিদিন তিনি সকালে হাঁটাহাঁটি করেন। প্রতিদিনের মতো আজ সকালে হাঁটাহাঁটি শেষে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এসআই হারুন আরও বলেন, লতিফ বর্তমানে রমনার ডাক্তার গলি এলাকায় থাকতেন। তার বাড়ি নোয়াখালী জেলার সদর থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে ছিলেন।