ফেনীতে বাসে আগুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/19/feni_news_pic.jpg)
ফেনীর মহিপাল বাস স্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহণের একটি বাসে আগুন দেয় দুবৃত্তরা। ছবি : এনটিভি
বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা হরতালের প্রথম দিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই আগুন দেওয়া হয়।
ফেনীর মহিপাল বাস স্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফেনী-নোয়াখালীর রোডের সুগন্ধা পরিবহণের এই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সাভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সাভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।