রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/21/fire-service_web_0.jpg)
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে রাইদা পরিবহণের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) রাত পৌনে ৯টায় এ ঘটনা ঘটে। এ সময় বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে চার যাত্রী আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।
জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাইদা পরিবহণের বাসটি যাত্রী নিয়ে পোস্তগোলার দিকে যাচ্ছিল। যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আসার পর বাসে আগুন লাগে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে চার থেকে পাঁচজন আহত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত পৌনে ৯টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।