টি-টোয়েন্টিতে শান্তর উন্নতি
বাংলাদেশের সফল নিউজিল্যান্ড সিরিজের নেপথ্যে অন্যতম ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা শান্ত প্রশংসা কুড়িয়েছেন সবার। ব্যাটিংয়ের চেয়েও বেশি প্রশংসিত হয়েছে তার নেতৃত্ব। কোচ, খেলোয়াড় সবাই মুগ্ধ হয়েছেন তার নেতৃত্ব গুণে।
২০২৩ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার শান্ত। ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন, টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। বছর শেষে কিউই সফরেও হেসেছে তার ব্যাট। সেই পুরস্কারও পেলেন তিনি। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে আজ বুধবার (৩ জানুয়ারি) দেখা গেছে, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন শান্ত।
গত সপ্তাহের র্যাঙ্কিংয়ে শান্ত ছিলেন ৩৪ নম্বরে। সেখান থেকে শান্ত আজ উঠে এসেছেন ৩২ নম্বরে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৫৪৩। শান্ত এগোলেও পিছিয়েছেন লিটন কুমার দাস। লিটন পেছালেন দুই ধাপ। তবে, শান্তর ওপরে আছেন তিনি। ৫৬৯ রেটিং পয়েন্ট নিয়ে লিটনের বর্তমান অবস্থান ২৩তম।
অন্যদিকে, বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুই পেসার শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে মুস্তাফিজের বর্তমান অবস্থান ২২তম। ২৭ থেকে এগিয়ে আসা মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬০৫। বড় লাফ দিয়েছেন শরিফুলও। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠে এসেছেন ৫৬ নম্বর অবস্থানে।