গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত বগি উদ্ধারে ২ প্লাটুন বিজিবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/03/bgb-train.jpg)
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা তেলের মালবাহী ট্রেনের সঙ্গে কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনায় উদ্ধার কাজে সহায়তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার (৩ মে) বেলা পৌনে ১১টার দিকে তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রেন দুটির অন্তত নয়টি বগি লাইনচ্যুত হয়। পরে তা উদ্ধারে যোগ দেয় বিজিবি।
আজ শুক্রবার (৩ মে) ঢাকায় বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং উদ্ধার সহায়তায় বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে।
এর আগে দুপুরে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের চালকসহ অন্তত চারজন আহত হয়। সংঘর্ষে ট্রেন দুটির অন্তত নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। যদিও বিকল্প পথে চলাচল করছে ট্রেন।
এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া তেলবাহী একটি ট্রেন গাজীপুর আউটার সিগনালে পৌঁছালে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মধ্যে দুই ট্রেনের চালকের নাম সবুজ হাসান ও মোহাম্মদ হাবিবুর রহমান। তারা সবাই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গাজীপুর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম জানান, সিগনালে ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।