আবারও আসছেন ডোলাল্ড লু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/07/maarkin-yuktraassttrer-aalocit-shkaarii-mntrii-ddonaaldd-lu.jpg)
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। ফাইল ছবি
আবারও বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।
ডোনাল্ড লু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া, বিশেষত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী।
এরআগে দেশে গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একাধিকবার বাংলাদেশ সফর করেন। ওই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসানীতি ঘোষণায়ও তিনি প্রত্যক্ষ ভূমিকা পালন করেন।