নির্বাচনে জয় পেতে প্রার্থনায় কঙ্গনা
ভারতের লোকসভা নির্বাচনে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মান্ডি আসনে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নেতা বিক্রমাদিত্য সিংয়ের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। তবে লোকসভা ফলাফলের আগে কঙ্গনার ঈশ্বরের কাছে প্রার্থনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। আজ মঙ্গলবার (৪ জুন) সকাল আটটায় সাত ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গণনা শুরু হয়। খবর ইন্ডিয়া টুডের।
এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে অংশ নেওয়া বলিউড তারকা কঙ্গনা রানাউত দুই লাখ ২৫ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন এবং বর্তমানে ৩১ হাজার ৯২ ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং এক লাখ ৯৪ হাজার ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।
ফলাফলে এগিয়ে থাকলেও বলিউডের এই জনপ্রিয় নায়িকার প্রার্থনারত ছবি ভক্তদের নজর কেড়েছে। ছবিতে শাড়ি পরহিত কঙ্গনাকে দেবতা গণেশের মূর্তির সামনে দাঁড়িয়ে পূজা করতে দেখা যায়। এরপর তিনি সংবাদমাধ্যম এএনআই-এর সঙ্গে কথা বলেন। নিজের ‘জন্মভূমি’ হিমাচল প্রদেশে থাকবেন বলে জানান তিনি।
কঙ্গনা রানাউত বলেন, ‘মান্ডিতে নারীদের অবমাননার বিরুদ্ধে কাজ হয়নি। এটি (হিমাচল প্রদেশ) আমার জন্মভূমি এবং আমি এখানে মানুষের সেবা করে যাব। আমি কোথাও যাচ্ছি না। সম্ভবত, অন্য কাউকে (প্রতিদ্বন্দ্বী) তার ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে। আমি কোথাও যাচ্ছি না।’
অভিনেত্রী তার মায়ের সঙ্গে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এতে দেখা যায়, কঙ্গনার মা তাকে আশীর্বাদ করেছেন এবং তাকে ‘দই’ খাওয়ান।
কঙ্গনা রানাউতকে সর্বশেষ গতবছর মুক্তি পাওয়া ‘তেজাস’ সিনেমায় দেখা গেছে। তাকে ‘ইমার্জেন্সি’ নামের একটি রাজনৈতিক ঘরনার সিনেমায় দেখা যাবে। এটি পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি।