আগুনের গুজবে ট্রেন থেকে লাফিয়ে পড়ে ১২ জনের মৃত্যু
ট্রেনে আগুন লেগেছে, এমন গুজবে ট্রেন থেকে লাফিয়ে পড়ে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) ভারতের মহারাষ্ট্রের জলগাঁও অতিক্রমকারী একটি ট্রেন থেকে লাফিয়ে পড়ে তাদের মৃত্যু হয়। মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার দূরে পাচোরায় মাহেজি ও পারধাদে স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।
ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জলগাঁওয়ের পুলিশ সুপার মহেশ্বর রেড্ডির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জলগাঁও অতিক্রমকারী একটি ট্রেনে আগুন লাগার গুজবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার ফলে বেশ কয়েকজন ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্য একটি ট্রেনে ধাক্কা খায়। এসময় ১২ জনের মৃত্যু হয়।
রেলের এক কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৫টার দিকে কেউ আগুন লাগার গুজবের কারণে ট্রেনের চেইন টেনে ধরেন। তখন ‘পুষ্পক এক্সপ্রেস’ নামের ট্রেনটি থেমে যায়। এসময় পুষ্পক এক্সপ্রেসের কিছু যাত্রী লাফিয়ে পড়লে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসের সাথে ধাক্কা লাগে। এসময় ১২ জনের মৃত্যু হয়। আরও অনেকে আহত হন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বলেন, জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সব ধরনের সহায়তা প্রদান করার জন্য বলা হয়েছে। ঘটনাস্থলে তাৎক্ষণিক আটটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জেনারেল হাসপাতাল ও আশেপাশের অন্যান্য বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।