সেমিতে ওঠার লড়াইয়ে ব্যাট হাতে বাংলাদেশের শক্ত পুঁজি
নারী এশিয়া কাপের সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে সমীকরণ মাথায় নিয়ে ব্যাট হাতে দারুণ করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে আজ বুধবার (২৪ জুলাই) মাত্র দুই উইকেট হারিয়ে ১৯১ রান তোলে বাংলার মেয়েরা।
উদ্ধোধনী জুটিতেই দলকে চমৎকার সংগ্রহ এনে দেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। দুজনে মিলে যোগ করেন ৬৫ রান। ২৯ বলে ৩৩ রান করে মাহিরাহ ইসমাইলের বলে আইসা এলিসার ক্যাচে পরিণত হন দিলারা। দিলারা ফিরে গেলেও অপর ওপেনার মুর্শিদার ব্যাট হেসেছে এ দিন।
আউট হওয়ার আগে অনবদ্য এক ইনিংস খেলেন মুর্শিদা। ৫৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮০ রান আসে তার ব্যাট থেকে। তাকে ফেরান ইলসা হান্টার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছিলেন অপরাজিত। অর্ধশতক আসে তার ব্যাট থেকেও। ৩৭ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৬২ রান করে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন তিনি।
শেষ পর্যন্ত ২০০ ছুঁই ছুঁই সংগ্রহ এনে দিয়েছেন বাংলার মেয়েরা। ব্যাটাররা তাদের কাজ ঠিকঠাক করেছেন। এবার বাকি দায়িত্ব বোলারদের ওপর।