রাজধানীতে ২৪ ঘণ্টায় সড়কে ৩০৩ মামলা, জরিমানা ১২ লাখ টাকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/21/tra.jpg)
সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ। ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৩০৩টি মামলা ও ১২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার সারাদিন ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযানগুলো পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, এ ছাড়া অভিযানে ৩২টি গাড়ি ডাম্পিং ও ২০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।