আহছানউল্লাহর শিক্ষক রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/04/photo-1462359903.jpg)
ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) মোহাম্মদ মাহফুজুর রশিদ ফেরদৌসকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ শিক্ষক ফেরদৌসকে হাজির করে দুই দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার ভোর রাতে কলাবাগান থানা পুলিশের একটি দল রাজধানীর ইস্কাটনের বাসায় অভিযান চালিয়ে আহছানউল্লাহর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসকে গ্রেপ্তার করে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, গতকাল মঙ্গলবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেন ভুক্তভোগী এক ছাত্রীর ভাই।
গত ৩০ এপ্রিল মাহফুজুর রশিদ ফেরদৌসকে বরখাস্ত করে এইউএসটি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলনের মুখে এক জরুরি বৈঠকে তাঁকে বহ্ষ্কিারের সিদ্ধান্ত নেওয়া হয়।