পুদিনা গাছের যত্ন নেবেন কীভাবে
পুদিনা পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পুদিনা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। পুদিনায় রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা রোগের জীবাণুকে সহজে শরীরে মাথা তুলে দাঁড়াতে দেয় না। ত্বক কিংবা চুলের নানাবিধ সমস্যা নিরাময় করে পুদিনা। খাওয়া-দাওয়ায় অনিয়ম, কম পানি খাওয়া, ত্বকের সমস্যা, সবকিছুরই সমাধান করতে পারে পুদিনা। ওষুধ তৈরি থেকে রূপচর্চার সামগ্রী— সব কিছুতেই এর ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেকেই বাড়িতে পুদিনা গাছ লাগান। সামান্য যত্নেই চমৎকার পুদিনার ডালপালা জন্মায়। তবে শীতের সময়ে যদি পাতা ঝরা বা পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে কী কী করবেন তা জেনে নিন।
পুদিনা গাছের যত্ন নেবেন যেভাবে
– বারান্দায় টবে ফলাতে পারেন। কাটিং থেকে লাগানো খুবই সহজ। আপনার যদি বাজার করা অভ্যাস থাকে, তাহলে চেনা দোকান থেকে শিকড়সহ পুদিনার গোছা কিনতে পারেন।
– শিকড় যুক্ত চারা মাটিতে আড়াআড়ি ভাবে লাগান। কয়েকদিনের মধ্যেই নতুন আবাসে সে নিজেকে মানিয়ে-গুছিয়ে নেবে। এমনকি গ্লাসে পানি রেখে তার মধ্যেও পুদিনা রাখতে পারেন শিকড় গজানোর জন্য।
– প্রথমদিকে খুব বেশি রোদে না রেখে, বোতলগুলো ছায়ায় রাখতে হবে। সারাদিনে এক ঘণ্টা রোদে রাখলেই হবে। খুব চড়া রোদে পুদিনা গাছ রেখে দিলে পাতা শুকিয়ে যাবে।
– কোনোটির পাতা খুব মসৃণ, আবার কোনোটির রুক্ষ। দেখতে পার্থক্য থাকলেও সুগন্ধে সমান। পুদিনা কিন্তু যেকোনো মাটিতেই স্বেচ্ছানুবর্তী। তবে যে মাটিতে পুদিনা লাগাবেন তা যেন একটু ভেজা থাকে।
– ঘরের ভিতরে পুদিনা গাছ রাখলে নিয়মিত পানি দিতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন মাটি যেন সামান্য ভেজা থাকে।
– পুদিনা গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। তাই নিয়ম করে ডালপালা ছাঁটতে হবে।