ভারতীয় বোর্ডের নির্দেশ, একযুগ পর রঞ্জি ট্রফিতে কোহলি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে না ভারতের। গত দেড় বছর দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষদিকে টানা সিরিজ হারে ফাইনাল হাতছাড়া হয় গৌতম গম্ভীরের শিষ্যদের। দলের এমন পরিস্থিতিতে কঠিন সব সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই। ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে তারকা ক্রিকেটারদের। তারই অংশ হিসেবে ১২ বছর পর রঞ্জি ট্রফিতে খেলবেন কোহলি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মা, শুভমান গিল, রবীন্দ্র জাদেজার পাশাপাশি এবার রঞ্জি ট্রফিতে খেলতে যাচ্ছেন বিরাট কোহলি। প্রায় এক যুগ পর ঘরোয়া এই জনপ্রিয় টুর্নামেন্টে খেলার অপেক্ষায় তিনি। খবরটি নিশ্চিত করেছেন দিল্লির কোচ সারানদিপ সিং।
দিল্লির হয়ে আগামী ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে ম্যাচে খেলবেন কোহলি। এখনও ঘাড়ের ব্যাথা সারেনি কোহলির। বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলার সময় চোট পান তিনি। যার ফলে তাকে ইনজেকশনও নিতে হয়েছিল। অবশ্য কোহলির আগেই দিল্লির হয়ে মাঠে নামছেন ওপেনার যশ্বসী জয়সওয়াল।
জানা গেছে, বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিটি ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। শুধু তাই নয়, নির্বাচকদের অনুমতি সাপেক্ষে তারা ঘরোয়া ক্রিকেট থেকে বিরতি নিতে পারবেন। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেই ম্যাচ খেলে ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলার কথা রয়েছে কোহলির। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আগে যে বেশ চাপে রয়েছে ভারতীয় ক্রিকেট দল, সেটা তো বলাই যায়।