সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ৯
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/27/khaagrraachrri.jpg)
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় চাঁদের গাড়ি (জিপ) উল্টে ৯ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশ্রাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০), আল আমিন (৩২)। আহতরা সবাই নাটের জেলা থেকে সাজেকে বেড়াতে আসেন।
পর্যটক মো. ভাসান আলী জানান, ৪৫ জনের একটি পর্যটক দল ৩টি চাঁদের গাড়িতে সাজেকের উদ্দেশে যাচ্ছিলেন। গতি বেশি থাকায় গাড়িটি মোড় ঘুরতে গিয়ে সড়কে উল্টে যায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আহদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া জানান, আহতদের মধ্যে ছয়জনের চিকিৎসা চলমান রয়েছে। কয়েকজনের মাথায় আঘাতসহ হাত পা ভেঙে গেছে।