ভোলায় গুঁড়িয়ে দেওয়া হলো জেলা আ.লীগের কার্যালয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/vola.jpg)
ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ শেখ মুজিবুর রহমানের চারটি মুর্যাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি : এনটিভি
ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ছাড়া শহরের বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের চারটি ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু হয়।
প্রথমে শহরের নতুন বাজার পৌরসভা ভবনের সামনে থাকা শেখ মুজিবের ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর একে একে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের আরও তিনটি ম্যুরাল। সেগুলো জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার ও জেলা পরিষদ কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছিল।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাংলাস্কুল মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়টিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা জানায়, স্বৈরাচারী সরকারের কিছু থাকব না। দেশের বাইরে বসে এখনও ষড়যন্ত্র করছে।