কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/27/photo-1469636262.jpg)
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কুড়িগ্রামে সদর উপজেলা বিএনপির বের করা বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টায় পোস্ট অফিস পাড়ায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে বিক্ষোভ শেষে জাহাজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সহসাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোল্ল্যা দুলাল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সম্পাদক বিপ্লব, জেলা যুবদল নেতা রায়হান কবীর, নাদিম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখতেই বর্তমান সরকার চক্রান্তমূলক মামলায় সাজা প্রদান করেছে। আমরা এ সাজা প্রদানের প্রতিবাদ জানাই।