গুলশান হামলাকারীদের ‘প্রশিক্ষক’ ছিলেন জঙ্গি রায়হান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/28/photo-1469699794.jpg)
রাজধানীর কল্যাণপুরে অভিযানে নিহত জঙ্গি রায়হান কবির গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।
সিটিটিসির প্রধান জানান, রায়হান কবির রংপুর জেলার পীরগাছা উপজেলার শাহজাহান কবিরের ছেলে। তিনি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের গাইবান্ধার একটি দুর্গম চরে প্রশিক্ষণ দিয়েছিলেন। এ ছাড়া রায়হান আশুলিয়ার বারইপাড়ায় পুলিশ হত্যা মামলারও আসামি।
মনিরুল জানান, আগে পুলিশের খাতায় রায়হানের নাম ছিল তারেক। তিনি অনেক দিন ধরে নিখোঁজ ছিলেন।
গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শুরু হয়। অপারেশন স্টর্ম-২৬ নামে এ অভিযানে নিহত হন নয় জঙ্গি। তাঁদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে।