কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মধ্যে আইআইডিএফসির ত্রাণ বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/12/photo-1471005789.jpg)
কুড়িগ্রামে আজ শুক্রবার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করে আইআইডিএফসি। ছবি : এনটিভি
কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাকট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেড।
আজ শুক্রবার সকাল থেকে জেলা সদরের পাঁছগাছী, চিলমারীর অষ্টমীর চর, রমনা ইউনিয়নের এক হাজার ১০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল ও অর্থ বিতরণ করা হয়।
আইআইডিএফসির পক্ষে ত্রাণ বিতরণ করেন মির্জা গোলাম হাসনাইন, আবদুর রহিম, আজাদুর রহমান, শফিউল হাসান ও শাহানুর আলম মণ্ডল।