রৌমারীতে ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/13/photo-1471109013.jpg)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভীমরুলের কামড়ে হামেলা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেলে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হামেলা মারা যান।
হামেলা উপজেলার শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার দুপুরে হামেলা বেগম বাড়ির পাশের বাঁশঝাড়ে খড়ি সংগ্রহ করতে যান। এ সময় ভীমরুল তাঁকে প্রচণ্ড কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাঁকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহাবুল বাসার জানান, ভীমরুলের কামড়ে গুরুতর হামেলা চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মারা গেছেন।