কাশ্মীরে জঙ্গি হামলা, বিএসএফসহ নিহত ৩
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছাউনি লক্ষ্য করে আবার হামলা চালিয়েছে জঙ্গিরা। এ হামলায় এক বিএসএফ সদস্য ও দুই হামলাকারী নিহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের বারমুল্লা সেনা ছাউনিতে তিন থেকে চার জঙ্গি দুটি দলে বিভক্ত হয়ে হামলা চালায়। এ সময় তারা গ্রেনেড ও বোমা বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। এ সময় এক বিএসএফ সদস্য নিহত হন।
দ্য হিন্দু জানিয়েছে, ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা ছাউনির কাছে একটি পার্কের ভেতর দিয়ে ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাসূত্রে প্রকাশিত খবরে পত্রিকাটি আরো জানায়, হামলাকারীরা সেনা ছাউনির ভেতরে ঢুকতে পারেনি।
এদিকে, হামলার বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন বারমুল্লার পুলিশ সুপার (এসপি) ইমতিয়াজ হুসেইন। তবে তিনি তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমটির কাছে বিস্তারিত কিছু জানাননি।
গত ১৮ সেপ্টেম্বর এই বারমুল্লা জেলার উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছে। এ হামলার জন্য পাকিস্তানের সন্ত্রাসীদের দায়ী করেছে ভারত। এর প্রতিক্রিয়ায় গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের সীমানার ভেতরে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালায় ভারত। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী হতাহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এ ধরনের হামলার কথা নাকচ করে দিয়েছে পাকিস্তান।